রাজনীতিরাজ্য

‘রাজ্যের সব সিদ্ধান্তেই উনি প্রশ্ন করতে থাকেন’! প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল এর দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই একই অনুষ্ঠানে ছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সামনেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে একহাত নিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত কিছুদিন আগে সরকারি প্রকল্পের কাজে গতি আনার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল, পাশাপাশি গোটা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়ে ছিলেন তিনি।

সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন গোটা প্রক্রিয়াটি কেন্দ্রের পরামর্শ মেনেই হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কেন্দ্রের গাইডলাইন কিছুই জানেন না, অথচ রাজ্যের সমস্ত সিদ্ধান্তেই বাধা দিতে থাকেন বলে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গোটা বিষয়টি প্রধানমন্ত্রী মন দিয়ে শুনে রাজ্যপালের দিকে তাকালে তিনি অবশ্য কোন সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে চিকিৎসকদের সংখ্যা এবং আইএএস আইপিএস অফিসারদের কোটা বাড়ানোর অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তবে রাজ্যপালকে নিয়ে প্রধানমন্ত্রীর সামনে তার মন্তব্য বেশ চাঞ্চল্য ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

Related Articles