বিনিয়োগ

LIC: ২৯ টাকা করে জমালে মেয়াদ শেষে পেয়ে যেতে পারেন ৪ লাখ টাকা

এলআইসি যেকোনো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এলআইসিতে ইনভেস্ট করেন মানুষ। এটি যেকোন সাধারণ মানুষের জন্য অত্যন্ত লাভজনক। সম্প্রতি এলআইসি অর্থাৎ লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের তরফ থেকে ‘আধার শিলা প্ল্যান’ নিয়ে আসা হয়েছে। এই প্ল্যানে মাত্র ২৯ টাকা করে জমা করলেই মেয়াদ শেষে পেয়ে যেতে পারেন ৪ লাখ টাকা।

উল্লেখ্য, এই পলিসিটি শুধুমাত্র মহিলাদের জন্য আনা হয়েছে। এই পলিসিতে মাত্র ২৯ টাকা করে জমা করা যায়। মেয়াদ শেষে গ্রাহকরা পেয়ে যেতে পারেন ২০ হাজার টাকা। এই পলিসিতে টাকা জমানোর বেশ কয়েকটি নিয়ম রয়েছে।

নিয়ম:
১) ৮ বছরের উপর থেকে ৫৫ বছর বয়সী যেকোন মহিলা কিংবা মেয়ে এই পলিসির গ্রাহক হতে পারেন।

২) সেভিংস হিসেবে বিনিয়োগের টাকা জমার পাশাপাশি তেমনি লাইফ কভার থাকবে।

৩) পলিসির মেয়াদ শেষে গ্রাহক পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা।

৪) মহিলার বয়স ৭০’এর উপরে হয় তাহলে তিনি সমস্ত টাকা পেয়ে যাবেন।

৫) উল্লেখ্য, এই পলিসির গ্রাহকরা মাসে মাসে কিংবা তিন মাস অন্তর কিংবা ছয় মাস অন্তর কিংবা বার্ষিক টাকা জমা দিতে পারবেন।

যদি কোন মহিলা ২৯ টাকা করে জমা দেন তাহলে ঐ মহিলাকে একবছরে ১০,৯৫৯ টাকা জমা দিতে হবে। দ্বিতীয় বছরে জমা দিতে হবে ১০,৭২৩ টাকা। এইভাবে কুড়ি বছরে জমা হবে ২,১৪,৪৯৬ টাকা। একেবারে মেয়াদ শেষে ঐ মহিলা পেয়ে যাবেন ৩,৯৭,০০০টাকা।