কোন গোপনে মন ভেসেছে এর গল্প কোন পথে এগোবে বলে দিলেন এক দর্শক! তবে কি কোন ধারাবাহিকের রিমেক এই সিরিয়াল?
জি বাংলায় একটি নতুন প্রোমো এসেছে। ধারাবাহিকের নাম, কোন গোপনে মন ভেসেছে, এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে মুখ্য চরিত্রে থাকবেন রনজয় বিষ্ণু আর শ্বেতা ভট্টাচার্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকা গ্রামের সহজ সরল মেয়ে সে কোনদিনও বাইরের পরিবেশ দেখেনি বাইরে বেরোয়নি। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে থাকে একা একাই ট্রেনে উঠতে হয় এবং বাইরে যেতে হয় তাও আবার বরাবরের মতো।
স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকায় ট্রেন থেকে তার ব্যাগপত্র চুরি হয়ে যায় এবং সে কোথায় যাবে সেই ঠিকানাও হারিয়ে ফেলে। শুধু তার মনে ছিল বিনোদের বাড়ি তাকে যেতে হবে। কলকাতার রাস্তায় রাস্তায় এই বিনোদকেই খুঁজতে থাকে নায়িকা, খুঁজতে খুঁজতে একসময় সে খারাপ লোকের খপ্পরে পড়ে পতিতা পল্লীতে হাজির হয়।
সেই পল্লী যে খারাপ সেটা বুঝে যখন সে সেখান থেকে ছুটে ছুটে আসছে তখন নায়কের সাথে তার ধাক্কা লাগে এবং নায়ক তাকে বোঝাবার চেষ্টা করে যে সে ভালো মানুষ। কিন্তু নায়িকা এখন আর নায়ক কে সেই ভাবে বিশ্বাস করতে পারে না সে নায়ককে দেখে ভয় পেয়ে চলে যায়! এরপর পতিতাপল্লী সেই গুন্ডাদের দেখে সে ভয় পেয়ে আবার নায়কের কাছেই আসে। এই হল ধারাবাহিকের প্রোমো কিন্তু এরপর গল্প কোন দিকে এগোবে?
তাও বলে দিলেন এক দর্শক। কি ভাবছেন তাহলে কোন ধারাবাহিকের রিমেক এই সিরিয়াল? তাহলে কি করে ওই দর্শক আগাম বলে দিলেন গল্প? গল্পটা জানলেই আপনি এর উত্তর পেয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন যে
,“এই নাটকের গল্প আমি বলে দিচ্ছি
এই ইন্দিরা ২ কে গ্রাম থেকে পাঠানো হয়েছে বিনোদের বাড়ি খুজতে
হয়ত বিনোদ তার বাপের বন্ধু
তারপর সে বিনোদ কে খুজতে যেয়ে ঘোল খাবে
তারপর নায়কের সাথে দেখা হল
ও এখন বাড়ি নিয়ে যাবে তারপর দেখবে ওটা বিনোদের বাড়ি। ওখানে এ গ্রামের হওয়ায় কিছু চিনবেনা,মজার মজার কান্ড করবে,ও বাড়িতে একদল থাকবে যারা একে নিয়ে আদিখ্যেতা করবে,সেই দলের মেইন লিডার হয়ত অস্মিতা যেই রোল টাই আছে সেই হবে,আর একদল ওকে সহ্য করবেনা, ওদেরকে আমরা নেগেটিভ বলব
তারপর ভিলেন নায়কের ক্ষতি করতে চাইবে
যেটা বাড়ির কেউ বুঝবেনা,কিন্তু ইন্দিরা ২ মামুনি বুঝে যাবে এত বোকা হওয়া সত্তেও
আর ওর সাথে মারামারি,এর সাথে আস্তে আস্তে প্রেম,আর অবশ্যই নায়কের সাথে কারো বিয়ে ঠিক থাকবে
এই হল গল্প।
সিরিয়াল শুরু হলেই দেখবেন গল্প মিলে গেছে
তখন আমার কথা মনে পড়বে”