বাংলা সিরিয়াল

গীতা এলএলবি কি পারবে প্রথম পজিশন ধরে রাখতে? অন্তিম সপ্তাহে রানী কি পারবে ভালো টিআরপি দিতে?

 

টিআরপির ক্ষেত্রে একটা কথা সব সময় বলা যায় সেটা আজ যে রাজা, কাল সে ফকির। আজ যে ধারাবাহিকটি বঙ্গ সেরা হচ্ছে কাল হয়তো সেই ধারাবাহিককে চিরতরে স্লট হারিয়ে হারিয়ে যাবে।

আসলে প্রত্যেকটি ধারাবাহিকে প্রত্যেকটি মুহূর্তে নতুন নতুন গল্প আসে সেই গল্প গুলো কখনো দর্শকরা ভালোবেসে গ্রহণ করেন কখনো দর্শকরা সেই গল্প দেখে বিরক্ত বোধ করে মুখ ফিরিয়ে নেন। এই ধারাবাহিকের প্রেজেন্টেশন, নায়ক-নায়িকার অভিনয় এবং সর্বোপরি পুরো গল্পের মধ্যে টানটান বিষয়টা কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে এই সব কিছুর ওপর মূলত একটি ধারাবাহিক দাঁড়িয়ে থাকে।

আরও পড়ুন : মন্দারের অতীত জীবন কাহিনী শুনে শ্যামলীর শাশুড়ি পর্যন্ত কেঁদেছে! অনেক ইমোশনাল এপিসোড হয়েছে কোন গোপনে মন ভেসেছেতে-বলছেন দর্শক

ধারাবাহিকের টিআরপি কখনো খুব বেশি বেড়ে যায় কখনো আবার কমে যায় কখনো আবার ধারাবাহিকের টিআরপি তলানিতে থাকে। যেমন গত সপ্তাহের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি বঙ্গ সেরা হয়েছিল কিন্তু এই সপ্তাহে দর্শকরা টেনশন করছে আদৌও কি এই ধারাবাহিকটি বঙ্গ সেরা পজিশন বজায় রাখতে পারবে নাকি এই ধারাবাহিকের কাছ থেকে বঙ্গ সেরার মুকুট চলে যাবে অন্য ধারাবাহিকের কাছে?

সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক পোস্ট করেছেন যে,“আগামীকালের টিআরপি হতে প্রতিটা স্লটের প্রতি থাকবে সবার আকর্ষণ :-
৫:০০ :- দিদি নম্বর ১ VS ইষ্টি কুটুম
(দিদি নম্বর ১কি পর্বে ইষ্টি কুটুমের বিপরীতে স্লট দখল করলে ?? নাকি গত ২ সপ্তাহের রেকর্ড ভেগে ইষ্টি কুটুম একা স্লট লিড করবে??)

৬:০০ :- পুবের ময়না VS তোমাদের রানী (তোমাদের রানী কি পারবে অন্তিম সপ্তাহে ৫+ টিআরপি দিতে???? নাকি টিআরপি কমে পুবের ময়না ৩.২ থেকে আরো বেড়ে যাবে???)
৬:৩০ :- কে প্রথম কাছে এসেছি VS গীতা এলএলবি (গীতা এলএলবি কি পারবে প্রথম পজিশন ধরে রাখতে??? নাকি গীতা এলএলবির টিআরপি একটু কমে কে প্রথম কাছে এসেছি একটু পারে হবে???নাকি গীতা টিআরপি আরও বাড়িয়ে টপার হয়ে

কে প্রথম কাছে এসেছির টিআরপি ভাগ বসাবে??)
৭:০০ :- জগদ্ধাত্রী VS কথা (কথা কি গ্যাপ বাড়াতে পাবে??কথা কি পারবে স্লট ধরে রাখতে???নাকি জয়েন্ট স্লট পাবে?? আবার জগদ্ধাত্রী কি স্লট পাবে কথাকে হারিয়ে??)”

ঐ দর্শক আরো লিখেছেন যে,“৭:৩০ :- ফুলকি VS বঁধুয়া (ফুলকি কি পারবে গ্যাপ বাড়িয়ে টপার হতে??? বঁধুয়া কি পারবে গ্যাপ কমাতে??)
৮:০০ :- নিম ফুলের মধু VS উড়ান (নিম ফুলের মধু কি পর্বে টিআরপি বাড়িয়ে গ্যাপ বাড়িয়ে টপার হতে??? নাকি জয়েন্ট স্লট পাবে?? নাকি সবাইকে চমকে উড়ান স্লট পাবে??)

আরও পড়ুন : বৌদি আর ননদের কি সুন্দর মিষ্টি মুহূর্ত!ডলির জন্য তেল ছাড়া সিঙ্গারা বানালো সুধা দেখে বলছেন দর্শক!

৮:৩০ :- কোন গোপনে মন ভেসেছে VS রোশনাই (কোন গোপনে মন ভেসেছে কি পারবে গ্যাপ আরও বাড়িয়ে স্লট ধরে রাখতে??? নাকি রোশনাই টিআরপি বাড়িয়ে স্লট পাবে??)

৯:০০ :- ডায়মন্ড দিদি জিন্দাবাদ VS শুভ বিবাহ (শুভ বিবাহ কি পর্বে আবার প্রথম পাঁচে আসতে?? টিআরপি এবং গ্যাপ কি বাড়বে??? নাকি ডায়মন্ড দিদি জিন্দাবাদ প্রতি সপ্তাহের মত সবাইকে চমকে দিয়ে টিআরপি বাড়িয়ে ফেলবে?? গ্যাপ কত কমবে??)

৯:৩০ :- মিঠিঝোরা VS অনুরাগের ছোঁয়া+হড়গৌরি পাইস হোটেলের[১৫ মিনিট] (মিঠিঝোরা কি পারবে আগের সপ্তাহের মত স্লট ধরে রাখতে??? টিআরপি ৬+ এর কাছা কাছে করে গ্যাপ কি বাড়াতে পারবে??? নাকি অনুরাগের ছোঁয়া+হড়গৌরি পাইস হোটেলের[১৫ মিনিট] সবাইকে চমকে দিকে মিঠিঝোরা কে আবার স্লিট হারাবে??? নাকি জয়েন্ট স্লট পাবে??)

১০:১৫ :- মালা বদল VS হড়গৌরি পাইস হোটেলের[১৫ মিনিট]+চিনি (মালা বদল কি পারবে স্লট ধরে রাখতে?? টিআরপি এবং গ্যাপ কি বাড়বে?? নাকি হড়গৌরি পাইস হোটেলের[১৫ মিনিট]+চিনি স্লট লিড করবে?? কত হবে গ্যাপ??)

১১:০০ :- সন্তোষী মায়ের ব্রতকথা VS খড়কুটো (সন্তোষী মায়ের ব্রতকথা কি পারবে স্লট ধরে রাখতে?? খড়কুটো কত হবে??)”

Related Articles