বাংলা সিরিয়াল

তোমাদের রানী না ঝগড়া ট্রেনিং সেন্টার দেখছি বোঝাই যায় না!-যারা ঝগড়া শিখতে চান তারা অবশ্যই তোমাদের রানী দেখুন!

স্টার জলসার তোমাদের রানী ধারাবাহি কে দেখা যায় যে রানী আর দুর্জয় মুখোমুখি হলেই শুধু ঝগড়া করে, তারা অন্তরে একে অপরকে যতই ভালোবাসুক না কেন সামনাসামনি হলেই তাদের internation যেন হয়ে যায় একে অন্যকে আঘাত করা।

দুর্জয় রানী যে সিঁথিতে সিঁদুর করে আছে সেটা দেখে অত্যন্ত খুশি হয় এবং যখন কেউ বলে তার সিঁদুর অক্ষয় হোক তখন সেটা শুনে সে মুচকি মুচকি হাসে কিন্তু রানী কেন সিঁদুর পরে রয়েছে কেন সে সিঁদুরটা মুছে দেয় নি এই নিয়ে সে রানীর সাথে ঝগড়া করে,রানীর আত্মসম্মানে আঘাত দিয়ে কথা শোনায়।

অন্যদিকে রানী ও দুর্জয় কে ছেড়ে দেয় না, সেও পায়ে পা লাগিয়ে দুর্জয়ের সাথে ঝগড়া করে এইসব দেখে সবাই অবাক হয়ে যায় এবং অনেকেই বলেন তোমাদের রানী দেখছি না ঝগড়া সেন্টার দেখছি বোঝা যায় না। সমালোচনা করে একজন দর্শক লিখেছেন যে, “

আরও পড়ুন : ডক্টর দূজর্য় সেন গুপ্ত international ঝগড়ুটে! নিওয়ার্ক থেকে ঝগড়া করা PHD করে ডিগ্রী নিয়ে এসেছে

শুরু হচ্ছে ” ঝগড়া ট্রেনিং সেন্টার ” এই সেন্টার এ খুব যত্ন সহকারে ঝগড়া শেখানো হয় জামাই ষষ্ঠীর শুভ লক্ষণ এ উদ্বোধন হচ্ছে এই সেন্টার ঝগড়া শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আজই যোগাযোগ করুন”

ঐ দর্শক আরো লিখেছেন যে,“ প্রথমে ঝগড়া দেখবেন তারপর দেখবেন মারামারি শেষ মিষ্টি প্রেম দেখে রসগোল্লা খেয়ে বাড়ি যাবে না। যারা ঝগড়া করছে এবং শেখাবে তারা আসলে হাসব্যান্ড wife One year একসঙ্গে ছিল আর একটা ছোট মিষ্টি ফুটফুটে মেয়ে আছে ওদের।।।।

এখন এরা তিনবছর আলাদা থেকে ঝগড়া শিখেছে তিনবছর পর সেটার প্রাকটিক্যাস করছে দুজনা মিলে আসলে জিনিস পত্রের যা দাম আর শুধু dr হয়ে খরচ চলছেনা তাই তারা যৌথ ভাবে এই ” ঝগড়া ট্রেনিং সেন্টার ” ওপেন করেছে।।। এইখানে ছাত্র ছাত্রীদের যত্নসহকারে নিজ দায়িত্বে ঝরগা শেখাবেন দুজন বিখ্যাত MBBS ঝগড়ায় টপার দুর্জয় সেনগুপ্ত and তার one and only

আদরের ছোট্ট বাচ্চা বউ dr রানী সেনগুপ্ত এইখানে ঝগড়ার সাথে সাথে মারামারি আর তারসাথে কি করে ঝরগা করে প্রেম করতে হয় বউকে ছলেবলে কাছে আটকিয়ে রাখা হয় সেইটাও শেখানো হবে।।।। তাই দেরই করবেন না হাতে সময় খুব কম তাড়াতাড়ি যোগাযোগ করুন ” ঝগড়া ট্রেনিং সেন্টার ” এ

আরও পড়ুন : Panday Store 2 এর promo র মত হরগৌরী পাইস হোটেলের নিউ প্রোমো!

ইতি
” ঝগড়া ট্রেনিং সেন্টার ” এর fan
ধন্যবাদ ”

Related Articles