ঝগড়ুটে রোল করলে মানুষজন গ্রহণ করে বদমাইশের রোল করলে নয়! নিজের অভিনয় জীবনের তার কথা জানালেন তনিমা সেন
বাংলা সিরিয়ালের(Bengali Serial) এক অত্যন্ত অভিজ্ঞ এবং স্বনামধন্য অভিনেত্রী তনিমা সেন(Tanima Sen)। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Choya)ধারাবাহিকে। সিরিয়ালের নায়িকা দীপা এবং উর্মির দিদা তিনি। আপাতদৃষ্টিতে দেখলে চরিত্রটি খলনায়িকা বলে মনে হলেও তিনি আসলে ভীষণ লোভী এবং ঝগড়ুটে এক মহিলা। আর সেটাই ভীষণ মজা করে ফুটিয়ে তুলেছেন ধারাবাহিকে।
সম্প্রতি নিজের চরিত্র নিয়েই খোলাখুলি আড্ডা দিলেন তিনি। জনপ্রিয় ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতার সাথে আড্ডায় মেতে ছিলেন উত্তর কলকাতার শ্যামবাজারের এই বাসিন্দা। যার মুখে সবসময় হাসি লেগেই থাকে। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কিন্তু কোনদিন কারোর থেকে কোন অভিযোগ শোনা যায়নি তার মুখে তেমনভাবে জানা নেই কোন খারাপ অভিজ্ঞতা।
একেবারে মধ্যবিত্ত যৌথ পরিবার থেকে উঠে এসেছেন তিনি। পরিবারের ছোট মেয়ে। পুরনো কলকাতায় বাড়ি হওয়ার কারণে পাড়ার সবাই মিলেমিশে থাকতো। তাই ছোটবেলা থেকেই মানিয়ে নেওয়ার ব্যাপারটা জন্মগতভাবে রয়ে গিয়েছে তার। ইন্ডাস্ট্রিতে এসেও সেই অভ্যেসটা রয়ে গিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন নিজের মেকআপ রুমে বসে নিজের থেকে ছোট অভিনেতা যে কথা শুনে প্রথমে একটু খারাপ লাগলো এখন তিনি মানিয়ে নিয়েছেন।
তবে ইন্ডাস্ট্রিতে কারোর সম্পর্কে কোন অভিযোগ নেই তার। শুধু একটু বলেছেন কখনো হয়তো কোন মজার চরিত্রের জন্য ঠিক হয়ে গেলেও পরে দেখা গেছে চরিত্রের মুখ বদলে গিয়েছে। সেই সঙ্গে অভিনেত্রী সংযোজন দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি। তাই তাতেই সন্তুষ্ট তিনি। এখন অভিনয় করার ইচ্ছে থাকলেও পারেন না। তিনি সবসময় গুরুত্ব দেন দর্শকদের চাহিদাকে। দর্শকরা তাকে নিষ্ঠুর খলনায়িকা চরিত্রে পছন্দ করেন না। ঝগড়াটে চরিত্রে করতে পারেন কিন্তু বদমাইশি রোলে একদমই নয়।
সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি অনিন্দ্য সরকারের এক টেলিফিল্মের কথা বলতে গিয়ে। এখানে বদমাইশ দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যে বৌমাকে পুড়িয়ে মেরেছিল। সেই দৃশ্য করতে গিয়ে অভিনেত্রীর নাকি শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপর বেশ কিছুদিন রাস্তাঘাটে দেখলে লোকজন বলতো এই ধরনের চরিত্র যেন তিনি না করেন।
এমনকি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেও প্রথমদিকে বলা হয়েছিল এই চরিত্রটা বদমাইশের। যা দেখলে লোকে গালাগাল দেয়। রাস্তাঘাটে লোক দেখে থুতু করবে। কিন্তু সিরিয়ালের প্রথম একটি দৃশ্যে দেখা গিয়েছিল যেখানে জাতি দিয়ে তিনি একটা লোকের আঙ্গুল কেটে দিয়েছেন আর টপটপ করে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে সবাই ভীষণ রেগে গিয়েছিলেন কেন তিনি সেই পাঠ করতে গেছেন। আমরা কেউ আর কোনদিন এই সিরিয়ালটাই দেখবো না। তবে এই কথা বলতে বলতেই আচমকাটা চোখে জল এসে যায় যদিও এই জল আনন্দের জল।