বাংলা সিরিয়াল

‘জিতে নায়িকা নাইটি পরলেও প্রোমো অথচ স্টারে কমলা গান গেয়ে বরফ গলালেও প্রোমো নেই!এমনি কি টিআরপি আসবে?’ভালো এপিসোডেও কমলা শ্রীমান পৃথ্বীরাজের প্রোমো না দেওয়ায় ক্ষুব্ধ দর্শক!

ইংরেজ আমল ও আগেকার যুগের সমাজ ব্যবস্থা ফুটে উঠছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে কমলার সাথে পৃথ্বীরাজের বিয়ে হয়েছে, বিয়ের পর আগেকার দিনের নানা বিষয় এই ধারাবাহিকের মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে যেমন কমলার খিদে পাওয়া এই কমলা খেতে বসলে তাকে খাবারের থালা থেকে উঠিয়ে দেওয়া হয়, কারণ বাড়ির মেয়েরা ছেলেদের আগে খায় না, আবার কমলা ব্রাহ্মণ বাড়ির মেয়ে নয় বলে তাকে পৃথ্বীরাজদের বাড়ির কুলবিগ্রহের মন্দিরে প্রবেশ করতে নিষেধ করা হয়। এই ঘটনায় মন খারাপ হয়ে যায় কমলার কিন্তু কমলা তো দমে যাওয়ার মেয়ে নয়, সে তুলসী মন্ডপ থেকে মা কালীর গান গাইতে শুরু করে। শ্যামা মা কি আমার কালো রে ? শ্যামা মাকি আমার কালো?-কমলার মুখের এই গান শুনে পৃথ্বীরাজের পরিবারের সবার মন কি বদল হবে? এই নিয়ে দর্শকদের মনে নানান রকম প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে এই ট্র্যাকটির মাধ্যমে এবং কমলা চরিত্রের মাধ্যমে আগেকার যুগের কুসংস্কার যেমন ফুটে উঠেছে তেমনি কমলা চরিত্রের মধ্যে দিয়ে কুসংস্কার থেকে বেরিয়ে আসার রাস্তাও দেখানো হবে বলে বিশ্বাস রাখছেন দর্শক। কিন্তু দর্শকদের একটাই ক্ষোভ এত ভালো ভালো এপিসোড হচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে কিন্তু তার কোন প্রকাশ নেই, কোন প্রোমো নেই সাধারণ মানুষ জানবে কি করে যে ঠিক কি চলছে এই ধারাবাহিকে? আর না জানতে পারলে তারা এই ধারাবাহিকের প্রতি আকৃষ্ট হয়ে এই ধারাবাহিক দেখবেই বা কেন?

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এর এপিসোডের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একজন নেটিজেন ক্যাপশন দিয়েছেন যে,

“আজকের এপিসোডে কমলা ব্রাহ্মণ পরিবারের মেয়ে নয় বলে,, ফুলপিসি আর রাঙাপিসি ওকে মুখার্জি বাড়ির কূলদেবী মা কালীর বিগ্রহের মন্দিরে ঢুকতে দেয় না
কিন্তু তুলসীতলা থেকে মা কালীর গান গেয়ে কি সবার মন জয় করতে পারবে কমলা??
“শ্যামা মা কি আমার কালো !!
শ্যামা মা কি আমার কালো
#কমলাওশ্রীমানপৃথ্বীরাজ ”

ওই পোস্টে একজন নেটিজেন নিজের মনোভাব ব্যক্ত করে লিখেছেন,“মানে বলছিলাম জি কাকু নায়িকাকে নাইটি পরাতে চাইলেও সেটার প্রোমো দেয়,আর জুলুকাকুর এতই ওভার কনফিডেন্স এত ভালো ভালো ট্র্যাকের কোনো প্রোমো নেই সিরিয়াল এমনি এমনি trp দেবে??”

Related Articles