বাংলা সিরিয়াল

বাংলার মানুষ চাকরি পাচ্ছে না! এদিকে ধারাবাহিকে কেউ কেউ একসঙ্গে দুটো চাকরি পেয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে ধারাবাহিকের গল্প নিয়ে উঠেছে হাসির রোল

বর্তমানে রাজ্যজুড়ে একটাই চিন্তা। চাকরি কোথায়? পড়াশোনা শেষ হয়ে গেলে চাকরি কি পাওয়া যাবে? এত এত ডিগ্রি নিয়ে বসে আছেন কিন্তু চাকরি পাবেন? বর্তমানে সকলের মুখে মুখেই এই একটাই প্রশ্ন। কিন্তু রাজ্যের ছাত্র-ছাত্রীরা চাকরি না পেলেও ধারাবাহিকে চাকরির অভাব নেই।

কেউ একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগদান করছেন। কেউবা অভিজ্ঞতা ছাড়াই বড় বড় পদে নিয়োগ হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার একসঙ্গে দুটো চাকরি পাচ্ছে। তাহলে শুধু শুধু মুখ্যমন্ত্রীর ঘাড়ে কেন বা দোষ দেই আমরা? এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল উঠেছে।

বর্তমানে মিমের প্রচলন প্রচুর। কোন কিছুই এদিক ওদিক হলেই একদল নেটিজেন সেটাকে নিয়ে মিম বানিয়ে ফেলুন। যেমন জি বাংলার মিঠাই ধারাবাহিকে উচ্ছেবাবুর বারবার চাকরি বদল নিয়ে মিম তৈরি হয়েছে। সিদ্ধার্থকে কখনো আমরা কর্পোরেট অফিসার হিসেবে দেখছি, আবার কখনো মিষ্টিওয়ালা, আবার কখনো রকস্টার, আবার বর্তমানে তো সেই পুলিশ অফিসার।

অন্যদিকে স্টার জলসার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামেও ইন্দিরাও দুটো চাকরি একসঙ্গে পাওয়া নিয়ে অবাক। এদিকে বাংলার মানুষ চাকরি খুঁজে খুঁজে হয়রান। চাকরি না পাওয়ার জন্য রাস্তাঘাটে আন্দোলন করে বেড়াচ্ছে। আর এদিকে ধারাবাহিকের নায়ক নায়িকারা একটার পর একটা চাকরি করেই চলেছে।

সোশ্যাল মিডিয়া এই নিয়ে চলছে হাসাহাসি। তবে পুরো ব্যাপারটাই মজার ছলে করা হয়েছে। কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। বেশিরভাগই হাসতে হাসতে বলছেন, “ধারাবাহিকে চাকরি আছে বলেই আমাদের এখানে নেই”। আবার কেউ বলছেন, সত্যিই তো!

Related Articles