‘টি আর পি বাড়াতে বাঁটুল দি গ্রেটকেই কাস্ট করছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক! অবশেষে খুঁজে পাওয়া গেলো বাঁটুলকে!
কিছু কিছু চরিত্র থাকে যা সব সময় আমাদের ছোটবেলার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে, কারণ এই সমস্ত চরিত্রগুলি হয়তো আমাদের শৈশব থেকে দেখে আসা কিছু প্রিয় চরিত্র। যেমন বলতে পারা যায় ছোটবেলাকার দেখা বিক্রম বেতাল, ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান। পরবর্তীকালে বড় হওয়ার পরে হাজারও ধারাবাহিক এলেও ছোটবেলার এই সমস্ত চরিত্রগুলোকে আমরা কিছুতেই ভুলতে পারি না কারণ এই সমস্ত চরিত্রের সাথে আমাদের অনেক ইমোশন জড়িয়ে থাকে।
আগেকার দিনে এত মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ায় না থাকায় ছোটবেলায় আমরা এইসব রূপকথা কেন্দ্রিক ধারাবাহিক দেখেই বড় হয়েছি যেমন নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট ইত্যাদি। পরবর্তীতে রূপকথা কেন্দ্রিক এই ধারাবাহিক আবার অন্য কোন রূপে ফিরে এলেও সেগুলো আমাদের এতটা মন জয় করতে পারে নি। আসলে আমরা এখনো আমাদের অতীত ইমোশান এইগুলো নিয়ে বাঁচি আর সেই কারণেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পুরনো সেই ছোটবেলার চরিত্রগুলোকে খুঁজি, আমরা এখনো নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেটদের খুঁজে বেড়ায়!
তবে একটা সময় যেভাবে ছোটো দের বিষয়ে নানান ধারাবাহিক হত এখন সেই ভাবে ধারাবাহিক আসে না, কারণ টি আর পি টা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে সম্প্রতি এক নেটিজেন দাবি করলেন যে ছোটবেলার বাঁটুল দি গ্রেট কে তিনি খুঁজে পেয়েছেন সাম্প্রতিককালের এক ধারাবাহিকে।
ওই নেটিজেনের দাবি স্টার জলসার জনপ্রিয় এক ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে বাটুঁল দি গ্রেট কে দেখতে পেয়েছেন তিনি! কী ভাবছেন কি আর পি বাড়াতে বাঁটুল কে এনেছে জনপ্রিয় এই ধারাবাহিক?
একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,“অনুরাগের ছোঁয়া’য় তবলার ভাই এর চরিত্রের এই লোকটির কন্ঠ খেয়াল করেছেন? IF am not wrong এই মানুষটি জি বাংলার “বাটুল দি গ্রেট” এর ভয়েস অভার আর্টিস্ট পাশাপাশি সনি আটের আহটে অনেক চরিত্রে ভয়েস ওভার করেছেন।”