বাংলা সিরিয়াল

‘১৪ তারিখের প্রথম এপিসোড ১৩ তারিখ রাত ন’টায় জি ফাইভে আপলোড করা হচ্ছে! এতে কি টিআরপিতে প্রভাব পড়ে না?’-নিম ফুলের মধুর প্রথম এপিসোড আগেভাগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন এক ভক্ত!

১৪ নভেম্বর থেকে রাত্রি আটটার স্লটে জি বাংলায় শুরু হচ্ছে নিম ফুলের মধু। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছে কে আপন কে পর খ্যাত পল্লবী শর্মা আর যমুনা ঢাকি খ্যাত রুবেল। ধারাবাহিকের প্রোমো অনেকদিন আগেই টেলিকাস্ট করেছে যেখানে দেখানো হয়েছে এই ধারাবাহিকটি শুরু হবে নায়িকা পর্ণার বিয়ে নিয়ে।

পর্না চায় যৌথ পরিবারে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে কিন্তু বিয়ের পর কি হবে সেটাই আসল গল্প। আসলে এই গল্পের মূল বিষয় হলো, বিয়ের পর সম্পর্কের মধ্যে অনেক কিছু খারাপ, জটিলতা তৈরি হয়। কিন্তু সম্পর্কের মধ্যে থাকা সেই খারাপ জটিলতা গুলো পেরিয়ে গেলেই প্রকৃতপক্ষে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায়।

বৌভাতের পর শাশুড়ি মায়ের আচরণে পর্নার মনটা যখন একটু ভার হয়ে এসেছে তখন ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়কের ঠাম্মি বলছে, বিয়ের প্রথম বছরটা হলো নিম ফুলের মধু, তেতোটুকু পেরোলে তবেই তো মিষ্টির আস্বাদ পাওয়া যাবে।- এই তেতো মিঠে নিয়েই গল্প নিম ফুলের মধু।

এই ধারাবাহিক টি শুরু হবে তা নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে এই ধারাবাহিকের গল্প কেমন হবে পর্নার বিয়ের পর জীবন কেমন হবে তা নিয়ে একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু ১৪ তারিখ রাত্রি আটটায় টেলিকাস্ট হয় সেই ধারাবাহিক অনেক আগেই আপলোড করা হচ্ছে জি ফাইভে আর জি ফাইভ থেকে এপিসোড নিয়ে সরাসরি সেই এপিসোড ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট গুলোতে। যা দেখে নিম ফুলের মধুর ফ্যানরা আতঙ্কিত এদের টিআরপির উপর এফেক্ট পরবে নাতো?

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ নিম ফুলের মধু
টিভিতে সম্প্রচার শুরু হবে আজ রাত ৮ টায় অথচ জি ফাইভে ১৩ তারিখ রাত ৯ টায় আপলোড করে দিয়েছে।ফেসবুক ইউটিউবে ও পাওয়া যাচ্ছে নিম ফুলের মধুর প্রথম এপিসোড। আমার দুঃখ লাগছে এরকম হলে কিভাবে উঠবে সিরিয়ালের টিআরপি? সিরিয়ালের টিআরপি কমাতে ডিজিটাল স্ট্রিমিং পার্টনার গুলো দায়ী নয় কি?”

Related Articles