বাংলা সিরিয়াল

ভুল করলেও আসমানকে কলেজ থেকে বিতাড়িত করা একেবারেই ঠিক হয়নি! কোজাগরীর পাশেই দাঁড়িয়েছেন সিংহভাগ দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জল থৈথৈ ভালোবাসা। এই ধারাবাহিকে বরাবর দেখা গেছে যে কোজাগরীকে সব ক্ষেত্রে সাপোর্ট করে এসেছে তার স্বামী এবং শাশুড়ি এবং তার মেয়ে তোতা। তার স্বামী এবং শাশুড়ি কিছু কিছু ক্ষেত্রে তার সাথে ভিন্ন মত প্রকাশ করলেও তার মেয়ে তোতা সব সময় তার সাপোর্টে থেকে যায়, বলা যেতে পারে মায়ের শিক্ষা একমাত্র গভীরভাবে প্রকাশ করেছে প্রবেশ করেছে মেয়ের মধ্যে‌ই।

সেই কারণেই তোতা বুঝতে পারে যে
আসমান ছেলেটা খারাপ নয়, তার মায়ের যুক্তি একদম ঠিক, একই সাথে তোতা এটাও স্বীকার করে এমনটাও হতে পারে তার বাবার দ্বারাই কোন ভুল হয়েছে যে কারণে প্রতিশোধের বশে সে এমনটা করেছে।

কোজাগরী যেখানে আসমান ঠিক এবং তার বর ভুল এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আসমানকে নিজের স্বপ্ন পূরণ করতে বলে , সে আসমানকে বলে, তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে তবেই আমি সবার সামনে ফিরব না হলে আমি হারিয়ে যাব! সেখানে কোজাগরীর বর উদ্দালোক বাবু কিন্তু নিজের কোন দোষ স্বীকার করতে চান না , তার যে কোন দোষ হয়ে থাকতে পারে এটা তিনি যেন ভাবতেই পারেন না।

আরও পড়ুন : আসমানকে সমাজে সুপ্রতিষ্ঠিত করে স্বামীকে যোগ্য জবাব দেবে কোজাগরী!জল থৈ থৈ এর অসাধারণ পর্ব দেখে প্রশংসা করছেন দর্শক!

সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক ওই পর্বের কিছু টুকরো টুকরো কনভারসেশন তুলে ধরে তার সমালোচনা করেছেন, ঐ ব্যক্তি তার মনোভাব এবং তার ভাবনা প্রকাশ করে লিখেছেন যে, ” আমার আবছা আবছা মনে পড়ছে ,ছেলেটা brilliant ছিল ….that was false ,….ওটা মেকি … ও টুকতে গিয়ে ধরা পড়েছিল ”

অধ্যাপক উদ্দালোক বসু মহাশয় ,
আপনি মনে হয়, ছাত্রটিকে সঠিক ভাবে চিনে নিতে অপারগ হয়েছেন ।

Brilliancy কখনও false হয় না , অন্যান্যদের notes দেখিয়ে ,
আসমান যদি আপনাকে প্রভাবিত করে থাকে ,আপনি কেন প্রভাবিত হয়েছিলেন যাচাই না করে ?

আরও পড়ুন : রানীকে কোন দিক দিয়েই নায়িকা মনে হয় না! আজকাল সবার ঝোঁক রোমান্টিকে তাই সবাই দেখে!

Brilliant result করেই ছাত্রটি ঐ কলেজে পড়ার সুযোগ পেয়েছিল ,
পরীক্ষার
হলে ,সত্যিই সে টুকেছিল কিনা , সে বিষয়ে সঠিক তদন্ত করা প্রয়োজন ,
যদি আসমান টুকলি করেও থাকে , তবুও মার্জনা করে warning দেওয়া যেতে পারত ,
কলেজ থেকে বিতাড়িত না করে ।

ছাত্রছাত্রীরা ভুল করতেই পারে ,শিক্ষকদের উচিত তাদের উত্তরণের পথে নিয়ে আসার চেষ্টা করা ,

বিতাড়িত করে একটি ছেলের জীবনকে অন্ধকারে আচ্ছাদিত করলে,
সামাজিক ক্ষতি ছাড়া অন্য ভালো কিছু হয় না ।”

Related Articles