বাংলা সিরিয়াল

তোমার সাথে সারা জীবন কাটাতে চাই বললো, আবার বলল থাকবেন পাশে? এটা কি রকম বাংলা বলা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘কে প্রথম কাছে এসেছি’। এই ধারাবাহিকে দেখা যায় যে,মধুবনী একজন সিঙ্গেল মাদার, সে নিজে দায়িত্ব নিয়ে বড় করে তুলছে ছোট্ট মিহিকে। এই মিহি কিন্তু তার নিজের মেয়ে নয়, মিহির পরিচয় আস্তে আস্তে প্রকাশ্যে আসবে, অন্যদিকে সিঙ্গেল মাদারের এই লড়াইয়ে মধুবনীর পাশে দাঁড়াতে চায় ঋগ্বেদ।

মধুবনীকে ভালোবেসে ফেলেছে সে,তাই মধুবনীর সাথে সে থাকতে চায়। এই ধারাবাহিকের প্রথম প্রোমোতে দেখা গিয়ে ছিলো যে, মধুবনী মিহিকে নিয়ে একাই বড় করে তুলছে কিন্তু মিহি চায় স্যার আঙ্কেল তার পাপা হয়ে তার পাশে থাকুক।

ধারাবাহিকের সম্প্রতি একটি প্রোমো দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, মধুবনী বলছে ঋগ্বেদবাবু আছেন? তখন ঋগ্বেদ বলছে আছি আর সারা জীবন পাশে থাকবো, আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই, থাকবেন আমার পাশে?-

আরও পড়ুন : রূপের পর রাজকমল চরিত্রেও মন কাড়লেন দেবায়ন ভট্টাচার্য! প্রশংসায় পঞ্চমুখ দর্শক!

ধারাবাহিকের এই প্রোমো দেখে কেউ বলেছেন, সিরিয়ালটি ভীষণ ইউনিক এবং মনের মত সব সময় চাই সিরিয়ালটি যেন এই রকমই থাকুক,আবার ধারাবাহিকের নাম নিয়ে অনেকেই বলেছেন যে, “কে প্রথম কাছে এসেছে?
উত্তর: ঋগদেব বাবু”

আবার একবার তুমি বলা আর একবার আপনি বলা এই বিষয়টা লক্ষ্য করে কেউ মজা করে লিখেছেন যে,“
তোমার সাথে সারা জীবন কাটাতে চাই বললো, আবার বলল থাকবেন পাশে? এটা কি রকম বাংলা বলা?”

Related Articles