বাংলা সিরিয়াল

মনের কথা শেষ হলো! কিন্তু নায়িকা শিমুলের মা,বাপের বাড়ির পরিবার,দাদা ভাইদের কী হলো কিছুই জানা গেল না!

শেষ হয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে মনের কথা। এই ধারাবাহিকের শেষ পর্বে দেখানো হচ্ছে যে তিন বছরে পাঁচ বন্ধুর জীবনে এগিয়ে গেছে। প্রত্যেকেই আজ নিজে নিজে কর্ম ক্ষেত্রে প্রতিষ্ঠিত, শিমুলের মত শীর্ষাও ঘর ও চাকরি একসাথে সামলাচ্ছে। অন্যদিকে পুতুল আজ স্বনামধন্য গায়িকা। টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছে সুচরিতা ও বিপাশা।

মুম্বাইতে এইচ আর পদে যোগ দিয়ে বিপাশা আজ কর্ম ক্ষেত্রে সফল, অন্যদিকে দ্বিতীয় বিয়ে করে সঞ্জয়কে নিয়ে সুখের সংসার করে তুলেছে সুচরিতা।

সোশ্যাল মিডিয়ায় ‘কার কাছে কই মনের কথা’র শেষ এপিসোড দেখে একজন দর্শক লিখেছেন যে,“আজকের শেষ এপিসোড টা কি সুন্দর লীনা পিসি তার বেশিরভাগ সিরিয়ালে শেষ এপিসোড টা বেশ সুন্দর দেখায় পাঁচ বন্ধুর গল্প আর পাঁচ বন্ধু কে ঘিরে শেষ হলো এপিসোড আজ বন্ধুই সবসময় বন্ধুর পাশে থাকে পাঁচ বন্ধু আজ প্রতিষ্ঠিত যে যার কাজে ”

আরও পড়ুন : স্রোত আর বউমনি কখনো রায়ের দোষ দেখতে পায় না! কীজন্যে নীলু মিথ্যে বলছে বাধ্য হল তা ভাবেনা!

তবে প্রচুর মানুষ এই ধারাবাহিকের প্রশংসা করেছেন যেমন তেমনি
অনেকেই সমালোচনা করেছেন, অনেকেই বলেছেন ধারাবাহিক শেষ হয়ে গেল কিন্তু ধারাবাহিকের নায়িকা শিমুলের

মা,বাপের বাড়ির পরিবার দাদা ভাইদের কি হলো কিছুই জানা গেল না! পাঁচ বন্ধুর গল্প হলেও সেখানে পরিবারের কি কোন ভূমিকা নেই?! পরিবার খারাপ হলেই কি তাকে ছেঁটে বাদ দেওয়া যায়?

Related Articles