বাংলা সিরিয়াল

গীতা এলএলবিতে এরা যেভাবে একবার ক্যামেরা মুখের কাছে, আরেকবার ক্যামেরা দূরে নিয়ে যায়, এইভাবে ভিডিও করতে ক্যামেরা ম্যানকে কি পরিমান নাচতে হয়, সেটা একটু দেখার ইচ্ছা ছিলো!

ব্লুজ প্রোডাকশনের ধারাবাহিক নিয়ে যেমন প্রশংসার শেষ নেই তেমনি ব্লুজ প্রোডাকশনের ধারাবাহিক নিয়ে বিভিন্ন সময় নানান রকমের অভিযোগ ওঠে। যেমন অনেক সময় শোনা যায় এই ধারাবাহিকে নায়কদের একদম ক্যাবলা করে রাখা হয়,

ঠিক যেমন গীতা এলএলবি ধারাবাহিকের স্বস্তিক, জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু, মাধবীলতা ধারাবাহিকের সবুজ- দিনের মধ্যে বারবার আই লাভ ইউ বলাই তার কাজ। নায়কদের যেরকম নায়কোচিত আচরণ হয়,সেরকম আচরণ ব্লুজ প্রোডাকশনের নায়কদের চরিত্রে দেখা যায় না। যে কারণে বারবার সমালোচিত হন তারা।

সম্প্রতি ব্লুজ প্রোডাকশন হাউজের ক্যামেরা কোয়ালিটি খারাপ নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। প্রচুর মানুষ বলছেন যে, এই ধারাবাহিকের ক্যামেরা কোয়ালিটি একদম ভালো নয়। ক্যামেরার মান অত্যন্ত নিম্ন মানের। অনেকে আবার বলেছেন যে, মাঝেমধ্যে মনে হয় এরা কীভাবে ক্যামেরা ইউজ করে সেটা একবার দেখে আসি!

আরও পড়ুন : গৌরবকে ঠিক কোন দিক দিয়ে বুড়ো লাগে? ঋতুব্রতাকে নিয়ে ট্রল করার কি আছে বুঝি না!-তেঁতুল পাতার কাস্টিং নিয়ে বলছেন দর্শক!

কারণ ক্যামেরা একদম স্থির হয়ে থাকে না, ক্যামেরা ভীষণভাবে কাঁপতে থাকে সব সময়, যারা দেখে তাদের সে কারণে চোখের সমস্যা বা অসুবিধা হয়।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“ব্লুজ প্রোডাকশনের ক্যামেরা ম্যানদের একবার দেখার খুব ইচ্ছে, না মানে, এরা যেভাবে নড়াচড়া করে,জগদ্ধাত্রী আর গীতা এলএলবি তে এরা যেভাবে একবার ক্যামেরা মুখের কাছে, আরেকবার ক্যামেরা দূরে নিয়ে যায়, এইভাবে ভিডিও করতে ক্যামেরা ম্যানকে কি পরিমান নাচতে হয়, সেটা একটু দেখার ইচ্ছা ছিল”

Related Articles