ফোর প্লাস দিয়ে যাওয়া স্লটে ওপেনিং এ ৬.২ দেওয়া মুখের কথা নয়! গীতা তাড়াতাড়ি স্লট নেবে!-সেরা পাঁচে গীতা দেখে বলছেন দর্শক!
টিআরপির ক্ষেত্রে একটা কথা প্রায় শোনা যায় তা হলো আজ যে রাজা, কাল সে ফকির, এই কথাটা বলা হয় কারণ যে ধারাবাহিক নিয়ে দর্শকরা বাজি লড়েন সেই ধারাবাহিক স্লট পাবে সেই ধারাবাহিক দেখা যায় বিগ ফ্লপ হয়। আর প্রোমো দেখে যে ধারাবাহিক সম্পর্কে নিরাশা প্রকাশ করেন দর্শক, সেই ধারাবাহিক ই দিনের শেষে দর্শকের মান রাখে। এই সপ্তাহে টিআরপি বেরোনোর পর দেখা যাচ্ছে বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের মধ্যে ঢুকে পড়েছে গীতা এলএলবি।
একই সাথে প্রথম সপ্তাহের টিআরপি অনুযায়ী বেশ ভালো রকম ফল করেছে গীতা, ধারাবাহিকের টিআরপি হলো ৬.২। প্রোমো দেখে যারা ভেবেছিলেন এই ধারাবাহিক খুব একটা ভালো করতে পারবেন না টিআরপি ফলাফল দেখার পরে তারা প্রত্যেকেই নিজেদের ভুল স্বীকার করে এই ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন।
কেউ বলছেন এই ধারাবাহিকে যেমন গীতার মারকাটারি অ্যাক্টিং আছে তেমনি আছে গিনি ও তার শ্বশুরবাড়ির লোকের ড্রামা যা কমিকের সৃষ্টি করেছে।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“ভাইরে ভাই গীতা llb তে যা হাই ভোল্টেজ ড্রামা হচ্ছে! মজাও লাগছে আর খুব হাসিও পাচ্ছে,, ব্লুজ সেরাটা দিচ্ছে সিরিয়ালটাতে,, কি হাই লেভেলের কাষ্ট!
আর প্রত্যেকে নিজের সেরাটা দিচ্ছে। একটা সিন দেখে হাসতে হাসতে আমি শেষ
গিতার বোন গিনি ডাইনিং টেবিলে খেতে বসাতে ওর শাশুড়ী বলে যে সামান্য ম্যানার্স টাও শিখলে না। তারপর একটা স্যালাড এর প্লেট দেখিয়ে বলে যে,, বলো তো এটা কিসের?
তখন গিনি কিছু বলতে পারেনা,, তারপর তার শাশুড়ী বলে বলবে কি করে তোমাদের মতো ভিকিরি পরিবার থেকে উঠে আসা মানুষ রা তো স্যালাড বলতে বুঝো,, পেয়াজ, টমেটো আর মরিচ কুচি কুচি করে কচ কচ করে খাওয়া অসভ্যের মতো
তখন গিনি চোখ রাগিয়ে তাকায় তারপর ওর শাশুড়ী বলে যে এমন ডাইনিং টেবিল দেখেছো কখনো? আগে তো খেতে সস্তার থালায় আর বাবা তো একটা সস্তার উকিল।
এটা বলাতে গিনি বলে যে মা আমি যতদুর শুনেছি আপনার বাবাও একজন সস্তার…. বলতে যাবে আর ওর শাশুড়ী বলে চুপ করে খাও বেশি কথা বলবে না!! হাসতে হাসতে শেষ
গীতা llb এর স্কিপ্ট যিনি লিখছেন তিনি পুরো ফাটিয়ে দিচ্ছেন
কেও মিস করবেন না”
আরও পড়ুন : ভাগ্না বউকে বরণ করছে তিন মামা!নতুন কনসেপ্ট দেখে মিলি দেখার উৎসাহ আরো বেড়ে গেল!
আরেকজনের কথায়,“ব্লুজের দম আছে
4+ দিয়ে যাওয়া স্লটে,, ওপেনিং এ
6.2 টিআরপি দেয়া মুখের কথা নয়।
মনে হচ্ছে খুব তাড়াতাড়ি স্লট নিয়ে নেবে”