বাংলা সিরিয়াল

গীতা,কথা,শুভ বিবাহ,উড়ান পরপর হতো!তাহলে এর মধ্যে থেকে একটা permanent bengal topper হতে পারতো!

স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক হলো গীতা, কথা আর উড়ান। এই তিনটে ধারাবাহিক টি আর পি তে রীতিমত ভালো ফলাফল করছে। তবে এই তিনটে ধারাবাহিক ভালো ফলাফল করলেও এর মধ্যেখানে যে ধারাবাহিক গুলো আছে সেই

ধারাবাহিক গুলো টিআরপিতে ভালো ফলাফল করতে পারে না। যে কারণে ধারাবাহিকভাবে স্টার জলসা পর পর স্লট গুলো ফিরে পায় না। এই নিয়ে সম্প্রতি একজন দর্শক সমালোচনা করে লিখেছেন যে, স্টার জলসার সব ভালো কিন্তু টাইমিং স্লট ভালো মত সাজাতে পারে না।

আরও পড়ুন : ‘প্লট আগে হলেও প্রেজেন্টেশন ধামাকা!’নিম ফুলে বারবার সেম কাহিনী দেখানো হয় এর প্রতিবাদ করে লিখলেন এক দর্শক!

অনেকেই মনে করেন যে,গীতা ও কথা প্রথমদিকে যে বেশি টিআরপি টি এনে দেয়, বঁধুয়া সেই টিআরপি ধরে রাখতে ব্যর্থ হয়, একই কথা প্রযোজ্য উড়ানের ক্ষেত্রে, উড়ান ধারাবাহিকটি যে টিআরপি এনে দেয় রোশনাই ধারাবাহিক সেটা ধরে রাখতে

পারে না যে কারণে পরবর্তী স্লট গুলো গোহারান হেরে যায় স্টার জলসা এবং স্লট ছিনিয়ে নেয় প্রতিপক্ষ ধারাবাহিক জি বাংলার মিঠিঝোরা। দর্শক মনে করছেন যে গীতা কথা শুভ বিবাহ উড়ান যদি পরপর হতো তাহলে কোন একটা ধারাবাহিক পার্মানেন্ট বেঙ্গল টপার হতো।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“জলসা-র programming টা কেমন অদ্ভুত ধরনের.. “গীতা”, “কথা” যে reach টা এনে দেয় channel কে.. সেটা “বঁধুয়া” পুরো নষ্ট করে দেয়… তারপর “উড়ান” যে viewership টা এনে দেয়.. সেটা “রোশনাই” নষ্ট করে দেয়… তারপর”শুভ বিবাহ” যে viewership টা

আরও পড়ুন : ‘এক মেয়ের বিপদ আর কতবার দেখাবে নিম ফুল?’নিম ফুলের মধু তে বর্ষার বারবার বিপদ নিয়ে ট্রোলিং

এনে দেয়.. সেটা তো পরের গুলো use ই করতে পারে না.. “মিঠিঝোড়া” নিয়ে নেয় ..এটাই যদি গীতা, কথা, শুভ বিবাহ, উড়ান পর পর হতো, তাহলে এর মধ্যে থেকে একটা

permanent bengal topper হতে পারতো।”

Related Articles