বাংলা সিরিয়াল

স্পটে গিয়ে ৫+ দেওয়ার থেকে সস্তার এডিট করে ভালো টিআরপি দেওয়া ফুলকি ভালো!-ফুলকির এডিটিং দেখে বলছেন দর্শক!

কিছু কিছু ধারাবাহিক থাকে যে ধারাবাহিক গুলোতে এডিট করা হয়, যেমন কথা ধারাবাহিকে দার্জিলিঙে জমজমাটে প্রোমো তে দেখা যাচ্ছে যে কথার সামনে হাজির হয়েছে বাঘ। কিন্তু সেই এডিটিং অনেকটাই রিয়েল লাগছে। একই রকম ভাবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির‌ও এডিটিং করা হচ্ছে।

কিন্তু এই এডিট টা এতটাই সস্তা বা ফালতু যে যে কেউ সেটা দেখে বুঝে যাচ্ছেন জিনিসটা ভালো হয়নি এবং এডিট করা। আসলে ফুলকি ধারাবাহিকের একটি নতুন প্রোমো দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোহিত আর ফুল
কি দিল্লি গেছে। কিন্তু আসলে তো তারা দিল্লিতে গিয়ে শুটিং করেনি।

আরও পড়ুন : কোজাগরী চলে গিয়ে কিন্তু উদ্দালক কে একরকম মুক্তি দিচ্ছেন! সংসারের বাইরে নয় সংসারের মধ্যে থেকে কোজাগরী লড়াই করতে পারতো!

দিল্লির কতগুলো স্থাপত্য এডিট করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছে দিল্লি বোঝাতে আর এডিটিং এতটাই খারাপ হয়েছে যে এই প্রোমো নিয়ে শুরু হয়েছে হাসাহাসি, প্রচুর মানুষ বিষয়টা নিয়ে মজা-মশকরা করছেন,তাদের বক্তব্য দিল্লি না গেলেও এডিটটা, একটু ভালো করা যেতে পারতো।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“ইতিহাসের সেরা এডিট এমন এডিট ব্লুজ, এ্যাকরো,ম্যাজিক,টেন্ট কারো ক্ষমতা নেই করে দেখার শুধু জি প্রোডাকসান করতে পারে”

সোশ্যাল মিডিয়ায় একজন এই কথার উপযুক্ত জবাব দিয়ে বলেছেন যে এডিট না করে স্পটে গিয়ে ফাইভ প্লাস টিআরপি দেওয়ার থেকে এডিট করে যদি ভালো টিআরপি দেয় সেটাই ভালো,“যদি এডিট করে ভালো trp

আরও পড়ুন : বাজারে চলে আসলো পেখমবীর লাইট ভার্সন!বধুঁয়ার থেকে ট্র্যাক কপি করলো কোন গোপনে মন ভেসেছে!

দেই তাহলে ফালতু টাকা খরচ করে গিয়ে শুট করার থেকে এডিটই ভালো আর অন্য প্রোডাকশনগুলো বিশেষ করে এক্রো, ম্যাজিক, টেন্ট এরা এতো টাকা খরচ করে স্পটে গিয়েও সেইতো ৫+ দেই
কি ঠিক বললামতো?”

Related Articles