মেয়েবেলার আম্মা যেন মনে করাচ্ছে সুমিত্রা মুখার্জিকে, নস্টালজিয়ায় ডুব দিয়ে দর্শকরা স্মৃতি উসকে দিলেন ‘এক আকাশের নিচে’র! ‘এতদিন পর বাংলা টেলিভিশনে আবার আম্মা ডাক শুনতে পেলাম’
বাংলার অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাশালী অভিনেত্রীর সুমিত্রা মুখার্জি(Sumitra Mukheejee)। যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন বাঙালি দর্শককুল। তবে তার শিল্পীসত্তা হিসেবে আজও রেখেছেন তার জনপ্রিয় চরিত্র ‘আম্মা'(Amma) চরিত্রটিকে। এক আকাশের নিচে(Ek Akasher Niche) ধারাবাহিকে আম্মা চরিত্রটি সবথেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল।
২০০০ সালে এই ধারাবাহিক শুরু হয়েছিল। তবে তার ঠিক ২৩ বছর পর আজ ছোট পর্দায় আবার ঝড় তুলেছেন আরেক ‘আম্মা’ চরিত্র। মেয়েবেলা(Meyebela) ধারাবাহিকে নায়কের ঠাকুমার চরিত্রে চিত্রা সেন(Chitra Sen) অনবদ্য। তার চরিত্র ইতিমধ্যে দর্শকদের বেশ পছন্দের। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে বিস্তর লেখা লেখিও হয়েছে।
২৩ বছর আগে করা আমার চরিত্রটি বর্তমানে আম্মা চরিত্রের সঙ্গে ভীষণ রকম মিল পেয়েছেন দর্শক। দুটো চরিত্রই ভীষণ দাপুটে এবং বুদ্ধিদীপ্ত। মেয়েবেলা ধারাবাহিকে আমরা চরিত্রটিতে অভিনয় করছেন চিত্রা সেন।
একজন নেটিজেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,’ আম্মা চরিত্রটিকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে মেয়েবেলাতে সব থেকে প্রিয় চরিত্র এখন আমার আম্মা। লেখিকা এমন সুন্দর করে চরিত্রটাকে তৈরি করেছেন আর চিত্রা ম্যামের এমনই সাবলীল অভিনয় যে মুগ্ধ না হয়ে উপায় নেই’।
স্বাভাবিকভাবেই প্রবীণ অভিনেত্রীর চরিত্র দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। অপর একজন দর্শক লিখেছেন,’ আমার মেজ বৌমা তোমাদের একদম পছন্দ করেনা। আমি তাকে ভুল বুঝতাম। আজ বুঝলাম সে ঠিক আমি ভুল। তুমি আমার ডান হাত কেটে বাম হাতের যে উপকারটা করলে তা আমি কোনদিন ভুলবো না’। হেসে হেসে জামা ঘষা বোধহয় একেই বলে।
পাশাপাশি তারা ধারাবাহিকের লেখিকা দেবিকা মুখার্জিকে জানিয়েছেন ধন্যবাদ। এতটা দরদ দিয়ে তিনি প্রত্যেকটা চরিত্র লিখছেন আশা করা যায় ভবিষ্যতেও তিনি এতটাই দরদ দিয়ে প্রত্যেকটা চরিত্রকে সামনে আনবেন।