লিনা পিসির থেকেও বেশি গ্যাজাচ্ছে! সূর্যের পরে লাবণ্যকেও ভিলেন করা হলো! এবার অর্জুন দীপার বোরিং প্রেম কাহিনী শুরু হোক!
এতদিনে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ষোল কলা পূর্ণ হলো। হ্যাঁ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে এতদিন ধরে ভিলেনের মতো সংলাপ বলতেন ধারাবাহিকের নায়ক সূর্য, এখন তার সাথে নতুন সংযোজন হলো সূর্যের মা লাবণ্য।
দীপার শাশুড়ি যে তাকে এত ভালোবাসতো নিজের মেয়ের চোখে দেখতো এবং দীপাকে সব সময় সাপোর্ট করতো, দীপার সেই শাশুড়ি আজ দীপার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলছে!
ধারাবাহিকে যেটুকু স্বচ্ছতা ছিলো, যেটুকু সৌন্দর্য ছিলো সেটুকুকেও এভাবে মলিন করে দেওয়া হলো, দিন দিন ধারাবাহিকটি এমন পর্যায়ে যাচ্ছে যেখানে সূর্য লাবণ্য ভিলেন এবং অর্জুন হিরো হয়ে উঠছে।
দর্শক এই ধরনের স্ক্রিপ্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তারা বারংবার অনুরোধ করছেন হয় ধারাবাহিক শেষ হোক, নয় এই গল্প বন্ধ হোক। কিন্তু কে কার কথা শুনে? দর্শকদের একাংশের মানুষ আবার বলছেন টিআরপি কমলে তবে নির্মাতাদের হুঁশ হবে।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“বাহ , সেরার সেরা শাশুড়ি মা তার So Called মেয়েএএকে অর্জুনের সাথে জড়িয়ে তার চরিত্র তুলে নোংরা নোংরা কথা বলছে! লাবণ্য ও রেহায় পেলনা! ভালো তো , এবার প্রবির কেও খারাপ বানিয়ে দিক ওকে ভালো দেখানোর ই বা কি দরকার, উর্মি জয় এদেরকেও খারাপ বানিয়ে দিক তারপর ষোলোকলা পূর্ণ হবে!
তারপর অর্জুনের পরিবারকে ফোকাসে এনে সেনগুপ্ত পরিবারকে সাইড করে দিক! শুরু হোক অর্জুন দীপার বোরিং প্রেম কাহিনী!এইসব দেখার আগে সিরিয়ালটা বন্ধ হয়ে গেল না কেন?! এই অর্জুন মিশকা মিলে সব নষ্ট করে দিল!”
এই পোস্টে একজন লিখেছেন যে,“মিসকার পর্দা ফাঁস , ওকে শাস্তি দেওয়া খুব ধামাকা হতে পারতো,
কিন্তু সেদিকে নিয়ে কোনো কিছুই ছিল না।
আরও পড়ুন : বিয়ে হতেই তারার উপর অত্যাচার শুরু অঙ্কনের! টিআরপির জন্যই এই জঘন্য track বলছেন দর্শক!
মিসকার পর্দা ফাঁস হলো কিন্তু সেটাই কোনো হাইলাইট ছিল না, বা ওকে শাস্তির বিষয়েও কোনো ধামাকা ছিল না। উপরন্তু মিসকা স্পার্ম চুরি করে প্রেগনেন্ট হয়ে সেই জিতে গেলো, সেই সেনগুপ্ত বাড়িতে স্থায়ী জায়গা করে নিলো।
আবার অর্জুন কে নিয়ে আবারও নোংরামি শুরু হলো।……..
এইগুলোর জন্য অনুরাগের ছোঁয়া দেখাই বাদ দিয়ে দিয়েছি…….”
আরেকজনের বক্তব্য,“এবার যেন স্লট টা হারায় মন থেকে চায়,, লিনা পিসির থেকেও বেশি গ্যাজাচ্ছে সিরিয়াল টা এসভিএফ”