মিঠাই আবার পুরনো দিনের মতো মিশেছে হল্লা পার্টির সঙ্গে! ননদকে বাঁচাতে পুরনো স্মৃতি মনে পড়ল মিঠাইয়ের! আর বেশি দেরি নেই স্মৃতি ফিরতে এমনটাই আশা করছেন দর্শক
জি বাংলা(Zee Bangla) সবচেয়ে পুরনো ধারাবাহিকের মধ্যে অন্যতম মিঠাই(Mithai)। যার মূল ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায়। একটা সময় টানা ৫৬ বার টিআরপি তালিকাতে প্রথম হয়েছে এই ধারাবাহিক। তবে বর্তমানে টিআরপি তালিকাতে সেভাবে টপ না করলেও জনপ্রিয়তা নিরিখে এখনও মিঠাই এগিয়ে।
গ্রামে বিপদে পড়ে তারা শহরের সেই বাড়িতে আসে এবং ঘটনাচক্রে মিঠাইয়ের সঙ্গে সিদ্ধার্থের বিয়ে হয়। যে একজন কর্পোরেট অফিসে চাকরি করা রুক্ষ মানুষ। তবে দিনে দিনে মিঠাই তাকে পরিবর্তন করে। সেই সঙ্গে ধীরে ধীরে চাকরির সঙ্গে ব্যবসাতেও মন দেয় সে। সম্প্রতি গল্পে এসেছে বেশ পরিবর্তন।
স্মৃতি হারিয়ে যাওয়ার পর থেকে মিঠাই একটু একটু করে নিজের পুরনো এর কথা মনে করতে চাইলেও সবটা ফিরে পাচ্ছে না। যদিও সে মেনে নিয়েছে মোদক বাড়ি তার আসল পরিবার। এর মাঝেই আবার নতুন বিপত্তি পরিবারে। রাতুল এবং শ্রীতমার মাঝখানে এসেছে এক তৃতীয় ব্যক্তি যার নাম পায়েল। সে চেষ্টা করছে কিভাবে রাতুলকে শ্রীতমার থেকে আলাদা করা যায় । আর সেই জন্য অনেক রকম সমস্যা তৈরি করছে সে।
কলেজের ফিজিক্সের টিচার শ্রীতমা। ঘটনাচক্রের প্রাক্তন ছাত্রী পায়েলকে নিয়ে এত ঝামেলা মেনে নিতে পারছে না সে। তাই পায়েল বেশি বাড়াবাড়ি করলে তাকে এক থাপ্পর মারে শ্রীতমা। আর এটাই প্রতিশোধ নিতে চায় পায়েল। ফিজিক্স এর প্রশ্নপত্র তৈরি করবে শ্রীতমা ঘর থেকে বেরিয়ে গেলে স্টাফ রুমে ঢুকেপায়ের সেই প্রশ্নপত্র ছাত্রদের মধ্যে বিলিয়ে দেয়। আর তাতেই পুলিশ গ্রেপ্তার করতে আসে তাকে। আর এই মুহূর্তে পাশে দাঁড়িয়ে আছে মিঠাই।
নানা রকমের প্ল্যান করে তাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছে সে। এজন্য ছদ্মবেশ নিতে হয়েছে তাকে আবার আগের মত। আর এই কাজ করতে গিয়েই পুরনো ঘটনা ধীরে ধীরে ফিরে আসছে মিঠাইয়ের স্মৃতিতে।
এই দেখে এক ভক্ত প্রশ্ন করেছেন তবে কি ছদ্মবেশ নিলে মিঠাইয়ের এবার কিছুটা স্মৃতি স্পষ্ট হবে। আগের মত সব মনে পড়বে। সবাই বলছে এই ট্রাকটা ভালো হয়নি কিন্তু আমার তো মনে হয় খুব ভালো হয়েছে। মিঠাই আগের মত হল্লা পার্টিতে যোগ দিলে আগের কথাও ধীরে ধীরে মনে পড়বে।
View this post on Instagram