মিষ্টির প্রতিযোগিতায় মুখোমুখি ঠাম্মি মিঠাই! তবে কি সত্যের উপর থেকে পর্দা উঠতে চলেছে! বাধা কাটিয়ে এক হবে সিদ্ধার্থ মিঠাই! কি হতে চলেছে আগামী পর্বে?
যবে থেকে মিঠাই আবার মিঠাই (Mithai)ধারাবাহিকে(Bengali Serial) ফিরে এসেছে তবে থেকে যেন গল্পের মুডটাই ঘুরে গিয়েছে। যে গল্প দর্শকদের একেবারে মনে ধরেছিল না রাতারাতি আবার পুরনো মিঠাই ভক্তরা ভিড় করেছেন এই ধারাবাহিক দেখতে। তাই আশা করা যেতেই পারে টিআরপি তালিকাতে আবার নিজেদের পুরনো জায়গা দখল করতে চলেছে মিঠাই।
ধারাবাহিক নিয়ে রীতিমতো কৌতুহলী হয়ে উঠেছে মিঠাই ভক্তরা। তবে মিঠাই ফিরে আসার পর থেকেও অনেকগুলি প্রশ্ন উঠেছে দর্শকদের মনে। জানা গিয়েছে মিঠাইয়ের কিছু মনে নেই। তার স্মৃতি হারিয়েছে কিন্তু তাকে যারা আশ্রয় দিয়েছে তারা কিভাবে সামনে এলো সে কথা এখনো সামনে আসেনি। উল্টোদিকে যে মিষ্টি মিঠাইকে মা বলে ডাকছে সে আদতে তার মেয়ে কিনা এটাও সামনে আসেনি। কিন্তু মিঠাই এবং মিষ্টিকে যারা আশ্রয় দিয়েছে তারা একেবারেই ভালো ব্যবহার করছে না তাদের সঙ্গে।
পড়বে দেখা গেছে সিদ্ধেশ্বর মোদকের তরফ থেকে একটা মিষ্টির কম্পিটিশন রাখা হয়েছে। সেখানে মিঠাইকে যারা আশ্রয় দিয়েছে তারাও গিয়েছে প্রতিযোগিতাতে অংশ নিতে। মিঠাই যেহেতু মিষ্টি বানানো ভোলেনি তাই তারা মিঠাইকে দিয়ে সারারাত জেগে মিষ্টি বানিয়েছে। মিঠি এবং শাক্য স্কুল থেকে বেড়াতে গেছে। আর সিদ্ধেশ্বর মোদক এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন। পাশাপাশি প্রতিযোগিতা দেখাশোনার দায়িত্ব থাকবে সিদ্ধার্থের হাতে।
আসন্ন পর্বে দেখা যেতে চলেছে মিঠাই ঘোমটা দিয়ে সিদ্ধেশ্বর মোদকের ওই মিষ্টি প্রতিযোগিতায় হাজির হয়েছে। কিন্তু তার ঘোমটা তোলা বারণ কারণ তাকে যারা আশ্রয় দিয়েছে তারা কেউ চায় না মিঠাই এবং মিষ্টি অন্য কোন লোকের সঙ্গে কথা বলুক বা মেলামেশা করুক। ঠিক তার পরেই মিঠাইয়ের সঙ্গে ধাক্কা লাগে ঠাম্মির। তখন কর্তাবাবুর মেয়ে ঠাম্মিকে বলে যে ভুল হয়ে গেছে।
তারপর ঠাম্মি বলে যে গায়ে পা লেগে গেল, এরপরই মিঠাইয়ের হাতে যে চামচটা ছিল সেটা ঠাম্মির হাতে দেয় আর হাতে দেওয়ার সময় ঠামি অবাক ভাবে তার দিকে তাকিয়ে থাকে। যেহেতু তার ঘোমটা দেওয়া ছিল তাই তার চেহারা কিভাবে দেখতে পাইনি ঠাম্মি। এখানেই প্রশ্ন উঠছে সবার মনে তবে কি সিদ্ধেশ্বর মোলকের প্রতিযোগিতাতেই সবার সামনেই আসবে সত্যিটা।
নাকি মিঠাইয়ের হাতের মিষ্টি খেয়ে আবার সকলের মনে প্রশ্ন চিহ্ন এঁকে দেবে। উল্টোদিকে সিদ্ধার্থর বারবার মিষ্টির কথা মনে পড়ছে। এখন দেখার গোপাল কতদিনে সমস্ত সত্যি সামনে আনে মিঠাই কেউ তার পুরনো স্মৃতি ফিরিয়ে দেয়।