লোকে এটাই দেখছে!এতেই টিয়ারপি পাচ্ছে এত! তো লেখক ভালো কিছু কেন করবে কষ্ট করে আসলে মেইন দোষ এই দর্শকদেরই!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু। এই ধারাবাহিকে দেখা যায় যে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু যে দিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে দেখা যায় যে, একটার পর একটা বিপদে পর্না সকলের ঢাল হয়ে দাঁড়ায়। পরিবারের যে কোনো বিপদ এলে সেই সকলকে বিপদ থেকে উদ্ধার করে। চয়ন বিপদে পড়ুক অথবা অয়ন মৌমিতার ছেলে বুবাই সবসময় দত্ত বাড়ির রক্ষাকবজ হয়ে উঠেছে সে। এই বিষয়টা অনেকখানি একঘেয়ে বলে দাবি করেন দর্শক।
তাদের দাবি, গল্পের আর কোন কাহিনী নেই খালি একটাই টুইস্ট একটাই মোড়,বিষয়টা একটু ইরিটেটিং।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“নিম ফুলের মধু সিরিয়ালের গল্পটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। পর্ণা সবসময় দত্ত পরিবার কে বিপদ-আপদ থেকে রক্ষা করে।
কিন্তু দিনশেষে সেই পরিবারই তাকে ভুল বোঝে”- একজন আবার এই বিষয়টার প্রতিবাদ করে লিখেছেন যে, কিছু মানুষের বিরক্তি লাগলেও এই বিষয়টাই আজকাল চলছে সেই কারণে এত টি আর পি পাচ্ছে এই গল্প।
এই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন যে,“লোকে এটাই দেখছে! এতেই টিয়ারপি পাচ্ছে এত!
তো লেখক ভালো কিছু কেন করবে কষ্ট করে
আসলে মেইন দোষ এই দর্শক দের ই”